২. এ কার্যালয়ের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ :
সামাজিক নিরাপত্তা কর্মসূচি :
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতয় পরিচালিত বয়স্ক ভাতা কর্মূচির উপকারভোগীর সংখ্যা মোট ১১৫০৩ জন; বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মূচির উপকারভোগীর সংখ্যা মোট ৪৮৫১ জন; অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মূচির উপকারভোগীর সংখ্যা মোট ৪৭৫৭ জন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মূচির উপকারভোগীর সংখ্যা মোট ৬৫ জন, অনঅগ্রসর জনগোষ্ঠির জন্য বিশেষ ভাতা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ৩০ জন এবং অনঅগ্রসর জনগোষ্ঠির জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ২৬ জন। সর্বমোট উপকারভোগীর সংখ্যা= ২১২৩৩ জন্য।
দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি :
দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। (ক) পল্লী সমাজসেবা কার্যক্রমের(RSS) আওতায় পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ খাতে এ যাবৎ বরাদ্দকৃত সর্বমোট মূলধনের পরিমান ১,৪৬,৮০,৭৬২/- (এক কোটি ছয়চল্লিশ লক্ষ আশি হাজার সাতশত বাষট্টি) টাকা; উপকারভোগীর সংখ্যা- ৯০৬৫ জন, (খ) পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের(RMC) আওতায় পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ খাতে এ যাবৎ বরাদ্দকৃত সর্বমোট মূলধনের পরিমান ১৯৭২৫০০/- (উনিশ লক্ষ বাহাত্তোর হাজার পাচশত ) টাকা; উপকারভোগীর সংখ্যা- ১২৭ এবং (গ) দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আ্ওতায় পরিচালিত ঋণ কার্যক্রমে এ উপজেলায় সর্বমোট বরাদ্দকৃত অর্থের পরিমান ১৭,৫৬,৯৩৭/- (সতের লক্ষ ছাপান্ন হাজার নয়শত সায়ত্রিশ) টাকা; উপকারভোগীর সংখ্যা- ১৬৫ জন।
প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ :
প্রতিবন্ধিতা সরাক্তকরণ জপি কর্মসূচির মাধ্যমে সাঁথিয়া উপজেলায় জরিপ কার্যক্রম পরিচালিত হয়। এ জরিপের মাধ্যমে সনাক্তকৃত বিভিন্ন ক্যাটাগরির প্রতিবন্ধির সংখ্যা - ৩৪১৪ জন। যাদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
বেসকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট :
সাঁথিয়া উপজেলায় ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানার সংখা- ২ টি। বেসরকারি এতিমখানায় প্রতিপালিত এতিম শিশুর সংখ্যা প্রায় ৩০ জন।
স্বেচ্ছাসেবী সংস্থা ও কমিউনিটি ক্ষমতায়ন :
এ উপজেলায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার সংখ্যা ৮০ টি । যে সংস্থাগুলি সমাজে বিভিন্ন সামাজিক সচেতনামূলক কার্যক্রম পরিচালনাসহ আর্থ সামজিক উন্নয়নে গুরুত্তপূর্ণ ভুমিকা পালন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস